বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, দুজনের ফাঁসি-যাবজ্জীবন

৩ সপ্তাহ আগে
মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

 

মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার খানপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের বড় মেয়ে শাবলনুরকে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার সুমন। কিন্তু মেয়ের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

 

এর জেরে ২০১৬ সালের ২ নভেম্বর হরিরামপুর উপজেলার মাচান বাজার থেকে বাড়ি ফেরার পথে বিল্লাল হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন সুমন, আলিম ও আশিক। ঘটনার দিনই পুলিশ সুমন ও আলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরদিন নিহতের স্ত্রী আফরোজা হরিরামপুর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

 

আরও পড়ুন: মানিকগঞ্জে দেয়াল ও মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

 

পরে পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ মার্চ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্যগ্রহণে ২৬ জন সাক্ষী উপস্থাপন করা হয়।

 

রায়ে আদালত সুমনকে মৃত্যুদণ্ড এবং আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর আসামি আশিক ঘটনার শুরু থেকেই পলাতক থাকায় তার বিচার প্রক্রিয়া আলাদাভাবে চলবে।

 

রায়ের পর মামলার বাদী আফরোজা বলেন, ‘আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। দীর্ঘ আট বছর ধরে এই রায়ের অপেক্ষায় ছিলাম। এখন চাই দ্রুত এই রায় কার্যকর হোক, তাহলেই বিল্লাল হোসেনের আত্মা শান্তি পাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন