দুর্ঘটনায় নিহতরা হলেন, রংপুরের ১২ নং ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন।
জানা যায়, বুধবার (৯ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে রংপুরে ফিরছিলো বরযাত্রীবাহী বাসটি। পীরগাছার বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থল থেকে দুই নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় এলাকার বাসিন্দা ইকরামুল মিয়া বলেন, ‘বুধবার রাত ১০ টার দিকে সুন্দরগঞ্জ থেকে ছাড়া আসা একটি যাত্রীবাহী বাস এবং অপরদিকে মালবাহী ট্রাকের সাথে সাইড দিতে রাস্তার পাশে পুকুরে পরে যায় বাসটি। এসময় বিকট শব্দ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে আমরা দৌড়ে এসে গুরুতর আহত শিশুসহ মহিলা ও পুরুষদের উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পাঠাই। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আরো অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।’
আরও পড়ুন: আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
এসময় রংপুরের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম সময় সংবাদকে বলেন, খবর পেয়ে শিশুসহ অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা ঘটনাস্থল থেকে র্যাকার লাগিয়ে পুকুর থেকে বাসটি তোলার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, এছাড়াও আরো যদি কোনো লোক পানিতে ডুবে থাকে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। রাস্তাটিতে যানচলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: এইচএসসির প্রথম দিনে রংপুর বিভাগে অনুপস্থিত ১২৯১ জন
এই দুর্ঘটনায় হতাহতরা রংপুরের বদরগঞ্জের উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
]]>