বিহারে এনডিএ জোটের বড় জয়, মোদির নজর এবার পশ্চিমবঙ্গে

২ দিন আগে
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস–আরজেডি মহাজোটের ভরাডুবি হয়েছে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভূমিধস এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির জয়ের পথ তৈরি করবে।

ভোট গণনা ঘিরে জল্পনা–কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। ২৪৩ আসনের বিধানসভায় দুই শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।

 

সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও ১৩০ আসন, কোথাও ১৬৭ আসন, এমন অনুমানই ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতীশ–বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা দুই দশক ক্ষমতায় থাকার পরও নীতীশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন।

 

চলতি মাসেই রাজ্যটিতে দুই দফায় ভোট হয়। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দফায় ভোট হয় ১১ নভেম্বর। প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন।

 

সবশেষ তথ্য অনুযায়ী, এনডিএ জোট ২০২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী আরজেডি ৩৫ আসনে জয় পেয়েছে। এছাড়া বাকি ৬ আসনে জয় পেয়েছেন অন্যরা।

 

আরও পড়ুন: বিহারে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে এনডিএ জোট

 

বিহারে এনডিএ জোটের জয়ের পর পশ্চিবঙ্গের আসন্ন বিধানসভার ভোটেও জয়ের আশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দফতরে কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদি বলেন, বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ‘জঙ্গলরাজ’ উৎখাত করবে বিজেপি।

 

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই-বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাত করব।’

 

২০২৬ সালে পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নারীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ভোটার তালিকার সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূলের তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে থানায় শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৯

 

এদিকে বিহারের নির্বাচন ঘিরে বিতর্কও কম নয়। ভোটের আগে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনে বাদ যায় ৪৭ লাখের বেশি নাম। বিরোধীরা অভিযোগ তোলে, এটি এনডিএকে সুবিধা দেয়ার কৌশল। ফল ঘোষণার পর অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপির হয়ে ‘ভোট কারচুপি’ করেছে নির্বাচন কমিশন ।

 

আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পদুচেরি ও আসামে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে, বিহারের এই ফলের পর নতুন করে আশা দেখছে বিজেপি।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন