বিস্ফোরণ মামলায় পঞ্চগড়ে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১ দিন আগে
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (৬০) এবং উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিবকে (৪৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে নিজ বাড়ি থেকে এবং ইউপি সদস্য জাকারিয়াকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।


তাদের উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়েরডাংগা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

পরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 

আরও পড়ুন: নতুন মামলায় গ্রেফতার কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: যশোরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 

এর আগে, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতেই বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ৮৪ জনের নামসহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের কথা উল্লেখ করা হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন