বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বহিষ্কৃত পুলিশ সদস্য আল মামুন শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাতভর অভিযান, ভোরে গ্রেফতার আইভী
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, উপজেলার মর্দানা গ্রামে দায়েরকৃত একটি বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নেয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আল মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
]]>