চলতি বছরের ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখনও বোর্ডের পরিচালক হননি রুবাবা দৌলা।
চলতি মাসের ৩ তারিখে দৌলাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় নারী বিভাগের দায়িত্ব পেলেন রুবাবা দৌলা।
আরও পড়ুন: বাংলাদেশ সিরিজ স্থগিত করলো ভারত
এতদিন বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন আবদুর রাজ্জাক। তাকে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।
আরও পড়ুন: মুশফিকের মধ্যে দেড়শ টেস্টের ক্ষুধা দেখছেন সিমন্স
এইচপির প্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তাকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।
এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্বও পালন করছেন তিনি।
]]>
১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·