বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলরশিপ ফিরে পেল ১৫ ক্লাব

৬ দিন আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই নির্বাচনে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকাটি প্রকাশ করে নির্বাচন কমিশন।

৩ ক্যাটাগরির সবাই ক্রাইটেরিয়া পূরণ করলে বিসিবি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন। তবে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর মনোনয়ন করতে না পাওয়ায় মোট ভোটারের সংখ্যা হয়েছে ১৯১।

 

এদিকে, যাচাই-বাছাইয়ের পর কাউন্সিলর মনোনোনয়নের অনুমোদন পেয়েছে আপিল করা ১৫টি ক্লাব। বিভিন্ন অভিযোগ থাকায় এই ক্লাবগুলোর ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের বিজ্ঞপ্তিতে ক্লাবগুলোকে গঠনতন্ত্র, মালিকানার প্রমাণ, স্থায়ী ও অস্থায়ী ঠিকানার প্রমাণাদিসহ আপত্তি দাখিলের জন্য অনুরোধ করা হয়েছিল। ক্লাবগুলোর করা সেই আপিলের ভিত্তিতে এবার মনোনয়ন দিল বিসিবি। আর যে ৬টি জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন চূড়ান্ত করতে দেরি হচ্ছিল, তাদের ৫টি চূড়ান্ত হয়েছে। শুধু নরসিংদী জেলা সংস্থা থেকে কোনো কাউন্সিলর মনোনয়ন পাননি। কেন দেওয়া হয়নি, সে ব্যাপারে কোনো তথ্যও জানানো হয়নি।

 

ক্যাটাগরি-১ এ ৭ বিভাগ এবং ৬৪ জেলার ক্রীড়া সংস্থা থেকে ১ জন বাদে ৭০ জন কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন। ক্যাটাগরি-২ এ ৭৬টি ক্লাব থেকেই দেওয়া হয়েছে মনোনয়ন। ক্যাটাগরি-৩ এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ পুলিশ, সবগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড; ঢাকা, চট্টগ্রাম রাজশাহী, জাতীয় কবি কাজী নজরুল, ইসলামিক, খুলনা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই সব প্রতিষ্ঠান থেকে একজন করে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে। বিসিবি থেকে সাবেক খেলোয়াড়দের মধ্যে বাছাই করে মনোনয়ন দেওয়া হয়েছে ১০ জনকে। বিকেএসপি, মহিলা ক্রীড়া সংস্থা ও অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে একজন করে। ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। এছাড়া বিসিবি সভাপতি মনোনীত পাঁচজন সাবেক অধিনায়ক পেয়েছেন মনোনয়ন। মোট মিলিয়ে এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ৪৫ জন।

 

আরও পড়ুন: টি স্পোর্টসের কাছে পাওনা অর্থ নিচ্ছে না বিসিবি

 

গত (২৩ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ২৪ সেপ্টেম্বর ছিল এই তালিকার বিপরীতে আপত্তি জমা দেওয়ার দিন। কয়েকটি আপিল জমা পড়ার কথা জানা গেলেও এই আপিলের ভিত্তিতে কারো মনোনয়ন বাতিল হয়নি। আপিলের ভিত্তিতে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৫ টি ক্লাবের কাউন্সিলররা। আরও পাঁচটি জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের নামও যুক্ত হয়েছে চূড়ান্ত তালিকায়।

 

এদিকে, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লেজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন।

 

এছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের উল্লেখযোগ্য নাম ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন। ক্রীড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেবব্রত পাল তার নিজের শিক্ষালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন।

 

কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন। সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও এনএসসির ভোটার। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান।

 

সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন- গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

 

তফসিল অনুযায়ী, বিসিবি নির্বাচনের মনোনয়ন বিতরণ হবে আগামীকাল (২৭ সেপ্টেম্বর)। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।

 

আরও পড়ুন: সুষ্ঠু বিসিবি নির্বাচন নিয়ে শঙ্কা সৌম্য-তাইজুলদের

 

এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ অক্টোবরে। তফসিলে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন