দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম উঠে আসা ১৫টি ক্লাব অংশ নিতে পারবে না বিসিবির এই নির্বাচনে। মঙ্গলবার (৩০) এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এদের মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও রয়েছে।
আরও পড়ুন: এক ম্যাচ খেলেই এনসিএল শেষ মাহমুদউল্লাহ’র
এরই প্রেক্ষিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব। রাতের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে কাল মনোনয়ন প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে ক্লাবগুলোর।
এ ব্যাপারে আজ রাতে জরুরি সভায় বসছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী আগামীকালই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, একই দিনে প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা।
আরও পড়ুন: একটি শর্ত মানলেই ভারতকে ট্রফি ফিরিয়ে দেবেন নাকভি
আজ বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
বিগত আওয়ামী লিগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়ে তৃতীয় বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরদের রেখেই ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকার সময় বিতর্কিত ১৮টি ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ের বৈতরণী পার হয়েছিল লিগ না খেলেই। তিনটি ক্লাব পরে আবার তৃতীয় বিভাগ বাছাইয়ে নেমে যাওয়ায় এদের মধ্যে কাউন্সিলর হওয়ার মতো ক্লাব ছিল ১৫টি।
]]>