নির্বাচনের বাকি আর মাত্র দুই সপ্তাহ। বিসিবির নির্বাচন ঘিরে গত বেশ কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, নির্বাচনের বিষয় এবার গড়িয়েছে আদালত পর্যন্তও।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। তার অভিযোগ ছিল মূলত বোর্ড প্রেসিডেন্ট বুলবুলের ইস্যু করা একটি চিঠির প্রেক্ষিতে। গত ২১ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আমিনুল ইসলাম বুলবুলের ঐ চিঠি বিসিবির ‘গঠনতন্ত্রবিরোধী’ বলে অভিযোগ করেন তামিম ইকবাল।
বুলবুল নিজের স্বার্থ অনুযায়ী গঠনতন্ত্রের ব্যাখ্যা পরিবর্তন করছেন বলে অভিযোগ তুলে তামিম বলেন, ‘বিষয়টা তো এমন হয়ে যাচ্ছে যে, যেটা আমার জন্য ‘রাইট’ সেটার জন্য গঠনতন্ত্র ঠিক, আর যেটা আমার জন্য ‘রং’ সেটার জন্য গঠনতন্ত্র রং। এটা তো ফেয়ার না।’
আরও পড়ুন: পাকিস্তানের জন্য প্রয়োজনে জীবন দেবেন শাহিন
অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আমি তো কিছু একা করছি না, আমাদের যে ডিরেক্টরস টিম আছে তাদের সাথে আলোচনা করেই করছি। আমরা গঠনতন্ত্রের মধ্যে থেকেই কাজ করছি।’
দ্বন্দ্বটা মূলত শুরু হয় কাউন্সিলর নিয়োগ দেওয়া নিয়ে। কারণ বিসিবি নির্বাচনে তিন ধাপে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটে। পরে পরিচালকদের ভোটে নির্ধারিত হন বোর্ড প্রেসিডেন্ট।
তবে তামিম ইকবাল ও বুলবুলের এই দ্বন্দ্বটা এখন আর বিসিবির মধ্যে সীমাবদ্ধ নয়। সম্প্রতি তামিম ইকবালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলে বিএনপি নেতা ইশরাক হোসেন। যদিও তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনের ভোটার।
আরও পড়ুন: আমাদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ: শাহিন
অন্যদিকে বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ আছে বলে অনেকের ধারণা। তামিম আর ইশরাকের দাবি, ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতেই গঠনতন্ত্রবিরোধী পদক্ষেপ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।
ক্রীড়া উপদেষ্টা আবার উল্টো অভিযোগ তোলেন যে, তামিম ইকবালের ব্যানার ব্যবহার করে একটি পক্ষ কাজ করছে। কাউন্সিলরশিপ দখলের জন্য তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা।
এসব বিষয় নজর এড়ায়নি জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামের। কিছুটা আক্ষেপ নিয়েই তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
]]>