বিশ্বের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজার মতো বড় জানাজা আর হয়নি: এ্যানি

২ দিন আগে
দেশের জন্য বিএনপি ক্ষতিকর নয়, বিএনপি একটি ভালো রাজনৈতিক দল উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এতো অত্যাচার-নির্যাতন ‍,হামলা-মামলা ও গুম খুনের শিকার হয়েও বিএনপি কারো ক্ষতি করেনি। বিএনপির মধ্যে স্বৈরাচারী মনোভাব নেই। ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদি বিএনপির মধ্যে অতীতে কখনো ছিল না, এখনো নেই।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে গরিনগর স্কুল মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ্যানি আরও বলেন, 

‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পিছনে খুনি শেখ হাসিনা ও পাশ্ববর্তী একটি দেশের হাত রয়েছে। বিশ্বের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজার মতো এতো বড় জানাজা আর হয়নি। এতো জনপ্রিয় নেতা ছিলেন তিনি। কিন্তু তাকে বাঁচতে দেয়া হয়নি। জিয়াউর রহমানের দলে খারাপ মানুষ থাকতে পারে না। তিনি কখনও খারাপ মানুষকে প্রশ্রয় দেয়নি। সে ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।’

 

আরও পড়ুন: নুরাল পাগলের লাশ পোড়ানো মামলার আসামি আ.লীগ-বিএনপি ও জামায়াত-এনসিপির নেতারা

 

এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আরো বলেন, বর্তমানেও কেউ কেউ দুষ্টামি করেন বা করতে চেষ্টা করেন। এগুলো পরিহার করুন। নয় তো বিএনপি বা অঙ্গসংগঠনে তার স্থান হবে না। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা। তারেক রহমান বিদেশে বসে সকল দলের রাজনীতিবিদ বা দেশের মানুষকে একত্রিত করেছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। আগামীতে দেশের নেতৃত্বে আসবেন।

 

এ্যানি আরও বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু এ নির্বাচনটাকে আদায় করে নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। নিবার্চিত সংসদ বা নির্বাচিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন।

 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে অংশ নেয়া সেই ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, অ্যাডভোকেট হাফিজুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা ও সাধারণ সম্পাদক সুমি বেগমসহ বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন