বিশ্বে স্বীকৃত মুসলিম দেশ কয়টি?
বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মোট ৫৭টি মুসলিম দেশ রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC - Organization of Islamic Cooperation) এর সদস্য। তবে এগুলোর মধ্যে কিছু দেশ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে, আবার কিছু দেশ ধর্মনিরপেক্ষ হলেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই ৫৭টি দেশ বিশ্ব রাজনীতিতে, অর্থনীতিতে ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে।
আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি মসজিদের ৫ দেশ
মুসলিম দেশগুলোর তালিকা
মধ্যপ্রাচ্য ও আরব উপদ্বীপ:
সৌদি আরব
সংযুক্ত আরব আমিরাত
কুয়েত
কাতার
বাহরাইন
ওমান
ইয়েমেন
জর্ডান
সিরিয়া
ইরাক
লেবানন
ফিলিস্তিন
উত্তর আফ্রিকা:
মিশর
লিবিয়া
সুদান
আলজেরিয়া
মরক্কো
তিউনিসিয়া
মাওরিতানিয়া
সাব-সাহারান আফ্রিকা:
নাইজার
নাইজেরিয়া
মালি
চাদ
সেনেগাল
গাম্বিয়া
গিনি
সোমালিয়া
জিবুতি
সিয়েরা লিওন
বুরকিনা ফাসো
দক্ষিণ ও মধ্য এশিয়া:
পাকিস্তান
বাংলাদেশ
আফগানিস্তান
ইরান
কাজাখস্তান
কিরগিজস্তান
তাজিকিস্তান
তুর্কমেনিস্তান
উজবেকিস্তান
দক্ষিণ-পূর্ব এশিয়া:
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
ব্রুনাই
মালদ্বীপ
ইউরোপ:
তুরস্ক
আলবেনিয়া
বসনিয়া ও হার্জেগোভিনা
কসোভো
আজারবাইজান
অন্যান্য:
সুরিনাম
গায়ানা
উগান্ডা
তোগো
বেনিন
মোজাম্বিক
কোত দিভোয়ার
কামেরুন
বুরুন্ডি
বিশ্বে স্বীকৃত মুসলিম রাষ্ট্রের সংখ্যা ৫৭ হলেও মুসলমানদের অস্তিত্ব রয়েছে আরও বহু দেশে। মুসলিম দেশগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামিক ঐক্য সংস্থা (OIC) মুসলিম দেশগুলোর একত্রিত প্ল্যাটফর্ম, যা মুসলিম উম্মাহর অধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ ও কার্যকর নেতৃত্বে পরিচালিত হয়, তবে তা বিশ্বশান্তি ও ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে।
]]>