বিশ্বরেকর্ড গড়া হারের পর শাস্তি পেল দ. আফ্রিকা

৩ সপ্তাহ আগে
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক হারের পর এবার শাস্তির খড়গ দক্ষিণ আফ্রিকার ওপর। গতকাল (৭ সেপ্টেম্বর) সাউদাম্পটনের রোজ বোলে তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। লজ্জাজনক এই হারের দিনে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে টেম্বা বাভুমার দলকে।

আইসিসি জানিয়েছে, সিরিজের তৃতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের হিসাবের চেয়ে এক ওভারে পিছিয়ে ছিল প্রোটিয়ারা। যে কারণে তাদের ম্যাচ ফি'র ৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ও ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ এই শাস্তি দিয়েছেন।


এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার নিতিন মেনন ও রাসেল ওয়ারেন, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস এ অভিযোগ আনেন। প্রোটিয়া অধিনায়ক বাভুমা দোষ স্বীকার করে নেয়ায় আর আলাদা ভাবে শুনানির প্রয়োজন পড়েনি।

 

আরও পড়ুন: বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই সুপার ফোরে দেখছেন হার্শা ভোগলে


আইসিসির কোড অব কন্ড্যাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার করতে না পারলে প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ কেটে নেয়া হয়।


রোজ বোলে ইংল্যান্ড এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ছেলেখেলা করেছে। আগে ব্যাট করে হ্যারি ব্রুকের দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৪ রান তোলে। জো রুটের পাশাপাশি জ্যাক বেথেল তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান।


বড় রান তাড়া করতে নামা প্রোটিয়াদের গুঁড়িয়ে দেন ইংলিশ বোলাররা। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক বাভুমা। বাকি ৯ উইকেট হারিয়ে ৭২ রান তোলে তারা। জোফরা আর্চার ৪টি, আদিল রশিদ ৩টি ও ব্রেয়ডন কার্স বাকি ২ উইকেট শিকার করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন