বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গুয়েতেমালার ফুটবলার কার্লোস রুইজ। তার গোলসংখ্যা ৩৯টি, আর রোনালদোর গোলসংখ্যা এখন ৩৮টি। আর মাত্র একটি গোল করলেই এই রেকর্ডে ভাগ বসাবেন পর্তুগিজ সুপারস্টার। আর দুটি গোল করলে তাকে ছাড়িয়ে এই রেকর্ডে সবার উপরে থাকবেন রোনালদো।
আরও পড়ুন: রোনালদোর জোড়া গোলে আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল পর্তুগাল, ইংল্যান্ডের চারে চার
এদিকে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইয়ে গোলের দিকে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদো ও মেসির গোল ছিল সমান ৩৬টি। এবার মেসিকে ছাড়িয়ে গেলেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হলো ১৪০টি। যেখানে মেসির গোল ১১৪টি।
বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা
ফুটবলার | দেশ | ম্যাচ | গোল |
কার্লোস রুইজ | গুয়েতেমালা | ৪৭ | ৩৯ |
ক্রিস্টিয়ানো রোনালদো | পর্তুগাল | ৪৮ | ৩৮ |
লিওনেল মেসি | আর্জেন্টিনা | ৭২ | ৩৬ |
আলী দাই | ইরান | ৫১ | ৩৫ |
রবার্ট লেভানডোভস্কি | পোল্যান্ড | ৪০ | ৩১ |