বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও মরদেহটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দড়ি পাওয়া গেছে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিড়ে পড়ে গেছে। এখানো মরদেহ শনাক্ত করা যায়নি। ক্রাইমসিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সাথে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।’
আরও পড়ুন: অটোরিকশায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যৌন হয়রানি, আটক ১
এ বিষয়ে পাবিপ্রবির উপপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ মরদেহ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
]]>