শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এই এজিএস প্রার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মাঠের রাজনীতিতে না পেরে, শিক্ষার্থীদের মন জয় করতে না পেরে, এ ধরনের কাজ করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হতে পারে।
আরও পড়ুন: নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের
তানভীর আল হাদী মায়েদ বলেন, পরিবেশ বিঘ্নিত যেন না হয়, সেজন্য এসব গ্রুপের মডারেটর ও এডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এর আগেও অভিযোগ দিয়েছি ব্যবস্থা নেয়নি প্রসাশন।
]]>