বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্টর দুইটি চুরির সঙ্গে বা যে চুরি করেছে কেউ যদি তাদের সন্ধান দিতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। চলতি বছরের ২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নং কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটে। তবে তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কচুরিপানায় কৃষকের খরচ বাড়ল ৪ কোটি টাকা
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি থেকে চারটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। গত ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকে দিন দুপুরে প্রজেক্টর চুরি হয়। এর আগে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীতেও দুইটি প্রজেক্টর চুরি হয়। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের বের করতেই ওই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।