বিশ্ববাজারেও স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৪ হাজার ডলারের মাইলফলক

১ দিন আগে
বিশ্ববাজারে স্বর্ণের উত্থান যেন থামছেই না; বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়িয়েছে।

প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। তাই প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েকগুণ বেশি।

 

অর্থনীতির অস্থির সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবেও দেখা হয়। বিশ্বব্যাপী চলমান অস্থিরতায় তাই চলতি বছরে স্পট স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছে এবং বছরের শুরু থেকে গত বছরের তুলনায় যা ৫২ শতাংশ বেড়েছে। মূলত সুদের হার কমানোর প্রত্যাশা, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, বিনিয়োগকারীর স্বর্ণ ক্রয় এবং দুর্বল ডলার-সব মিলিয়েই ঊর্ধ্বমুখী মূল্যবান এই ধাতুর বাজার।

 

আরও পড়ুন: বিশ্ববাজারে তরতরিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁতে পারে ৫ হাজার ডলারের মাইলফলক!

 

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনা ও বিশ্বে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ কিনছেন। এতে বুধবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৪ হাজার ডলারের নতুন মাইলফলক।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২ দশমিক ৫৩ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ ডলারে।’


 

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, ‘বাজারে এতটা আস্থা আছে যে বিনিয়োগকারীরা এখন ৫ হাজার ডলারের দিকে নজর রাখছে। ফেড হয়ত সুদের হার কমিয়ে রাখবে। মধ্যপ্রাচ্য বা ইউক্রেনে স্থায়ী যুদ্ধবিরতির মতো কিছু বাধা আসতে পারে, তবে বাণিজ্যের মূল শক্তি, ক্রমবর্ধমান ঋণ, রিজার্ভ বৈচিত্র্য এবং দুর্বল ডলারের কারণে মধ্যমেয়াদে বাজারে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম।’

 

মার্কিন সরকারের অচলাবস্থা সপ্তম দিনে প্রবেশ করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশ বন্ধ রয়েছে, তাই বিনিয়োগকারীদের ফেডের সুদের হার কমানোর সময় ও পরিমাণ ঠিক করতে মাধ্যমিক ও বেসরকারি তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

 

আরও পড়ুন: স্বর্ণের রেকর্ড উত্থান: বিনিয়োগ বাড়লেও চাহিদা কমেছে স্বর্ণালঙ্কারের

 

বিনিয়োগকারীরা আশা করছেন, চলতি মাসে ফেড ২৫ বেসিস-পয়েন্ট কমাবে এবং ডিসেম্বরে আরও ২৫ বেসিস-পয়েন্ট কমানোর সম্ভাবনা রয়েছে। ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতাও স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘দাম বেশি থাকলেও বিনিয়োগকারীরা স্বর্ণ কিনছেন, যা দাম বৃদ্ধিকে আরও বাড়াচ্ছে।’

 

এদিকে, স্পট রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ০৩ ডলারে, প্লাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫৩ দশমিক ২১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৫ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন