রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
তিনি দাবি করেন, চীন ও রাশিয়া গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু তারা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলে না।
৩৩ বছর বন্ধ থাকার পর মার্কিন সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা শুরুর নির্দেশ দেয়ার কয়েকদিন পর ট্রাম্পের এই বক্তব্য সামনে এল।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশ পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা করি না। আমিও চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায় না। তিনি বলেন, কেউ জানে না যে এই দেশগুলো কোথায় তাদের অস্ত্র পরীক্ষা করছে।
আরও পড়ুন: ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে চীন-রাশিয়ার উদ্বেগ
ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চান না, তবে এগুলো কিভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, ‘এটা কি কিছুটা অর্থবোধ করে না? আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করেন, তারপর পরীক্ষা করেন না। তাহলে আপনি কিভাবে জানবেন যে এগুলো কাজ করে কি না?’
ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ পারমাণবিক শক্তি’ রয়েছে, যা ‘যেকোনো দেশের চেয়ে বেশি’।
আরও পড়ুন: ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে ইরানের কড়া প্রতিক্রিয়া
তিনি আরও বলেন, রাশিয়া আছে দ্বিতীয় অবস্থানে। চীন অনেক পিছিয়ে, তারা রয়েছে তৃতীয় অবস্থানে, তবে পাঁচ বছরের মধ্যে তারা আমাদের সম পর্যায়ে চলে আসবে। আপনি জানেন, তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমার মনে হয় আমাদের নিরস্ত্রীকরণের ব্যাপারে কিছু করা উচিত।
ট্রাম্প বলেন, আমাদের কাছে এত পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়া যাবে। রাশিয়ারও অনেক পারমাণবিক অস্ত্র আছে এবং চীনও অনেক উন্নতি করছে।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·