মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের সঙ্গে থাকা বিসিবির টিম ম্যানেজার এসএম গোলাম ফায়েজ।
তিনি বলেন, ‘গতকালকে হুট করেই বাম পায়ে একটু অবশ অনুভূত হচ্ছিল স্যারের। তো আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক মঞ্জু ভাইকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেখানে এমআরআই করানোর পর জানা গেল, ব্রেইনে মাইনর একটা স্ট্রোক হয়েছে তার।’
আরও পড়ুন: বিসিবি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করতে পারে তামিমপন্থী কয়েকটি ক্লা
তবে শঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন ফায়েজ। একদিন হাসতালে থাকার পর সারোয়ার ইমরানকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। দলের সঙ্গেই আছেন তিনি। গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জ্যোতিরা।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?
আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশের মেয়েরা।