বিশ্বকাপের প্লে-অফ, ৬ স্থানের লড়াইয়ে কে কার প্রতিপক্ষ

৩ দিন আগে
আগামী বছরের ফিফা বিশ্বকাপের জন্য ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ৪২টি দল। বাকি ৬ দলের ভাগ্য নির্ধারণে অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে লড়াইয়ে নামবে ২২ দল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফিফার সদর দপ্তর জুরিখে এ ড্র অনুষ্ঠিত হয়। যেখানে চারটি প্লট থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েঠে। আর সিডিং (র‍্যাঙ্কিং অনুযায়ী সাজানোর প্রক্রিয়া) ও আনসিডিং পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে বাকি পাঁচ অঞ্চলের ড্র।

 

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল। ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ৪২ দল। বাকি ৬ দলের ভাগ্য নির্ধারণ হবে প্লে-অফে। এর মধ্যে শুধু ইউরোপীয় অঞ্চল থেকেই জায়গা পাবে ৪টি। যার জন্য লড়াইয়ে নামবে ১৬ দল।

 

পাথ ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ থেকে ইউরোপের দলগুলো প্লে-অফে অংশ নেবে। প্রতিটি পাথে দুটি করে সেমিফাইনাল হবে। যেখানে জয়ীরা ফাইনালে মূলপর্বের টিকিটের জন্য লড়বে। পাথ ‘এ’ থেকে প্রথম সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। আর দ্বিতীয় সেমিফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ টিকিটের জন্য দুই সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।

 

আরও পড়ুন: ৫১ বছর পর ফিফা বিশ্বকাপে হাইতি

 

পাথ ‘বি’ থেকে প্রথম সেমিফাইনালে ইউক্রেনের মুখোমুখি হবে সুইডেন। আর দ্বিতীয়টিতে পোল্যান্ডের মুখোমুখি হবে আলবেনিয়া। দুই সেমিফাইলে জয়ী দল ফাইনালে লড়বে বিশ্বকাপের টিকিটের জন্য।

 

পাথ ‘সি’ থেকে প্রথম সেমিফাইনালে রোমানিয়ার মুখোমুখি হবে তুরস্ক। আর দ্বিতীয় সেমিফাইনালে স্লোভাকিয়ার মুখোমুখি হবে কোসোভো। এই পাথের ফাইনালে জয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট।

 

পাথ ‘ডি’ থেকে প্রথম সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে নর্থ মেসিডোনিয়া। আর দ্বিতীয়টিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড। দুই সেমিফাইনালের জয়ী দল ফাইনালে লড়বে বিশ্বকাপের টিকিটের জন্য।
আগামী ২৬ মার্চ সেমিফাইনালের ম্যাচগুলো আর ৩১ মার্চ হবে ফাইনাল।

 

আরও পড়ুন: প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়ায় ক্ষমা চাইলেন নেইমার

 

এদিকে বাকি ২ স্থানের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ইরাক, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) থেকে ডিআর কঙ্গো, কনফেডারেশন অব নর্থ, সেন্ট্রাল আমেরিকান এবং ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল (কনকাকাফ) থেকে জ্যামাইকা ও সুরিনামে, দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল) থেকে বলিভিয়া আর ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) থেকে নিউ ক্যালেডোনিয়া প্লে-অফে অংশ নেবে।

 

দুটি পাথওয়ের ফাইনাল থেকে নিশ্চিত হবে দলগুলোর বিশ্বকাপের টিকিট। সিডিং পদ্ধতিতে পাথওয়ে ওয়ানে সরাসরি ফাইনাল খেলবে ডিআর কঙ্গো। তাদের মোকাবিলা করতে সেমিতে লড়তে হবে নিউ ক্যালিডোনিয়া ও জ্যামাইকাকে। আর পাথওয়ে টুতে সরাসরি ফাইনাল খেলবে ইরাক। তাদের মুখোমুখি হবে লড়তে হবে বলিভিয়া ও সুরিনামেকে। দুই ফাইনালের জয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন