বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কিত এন্দরিক

১ সপ্তাহে আগে
রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচে ঠিকঠাক সময় পাচ্ছেন না ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দরিক। আর তাতে তিনি শঙ্কিত ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে।

সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের শঙ্কার কথা জানিয়েছেন এন্দরিক।

 

কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদের হয়ে ঠিকঠাক সময় পাচ্ছেন না এন্দরিক। ২০২৪-২৫ মৌসুমে খুব বেশি ম্যাচও পাননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে ২৮ ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। যেখান থেকে গোল করেছেন ৬টি। তবে এখনো লা লিগার শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।

 

আরও পড়ুন: ভারতকে কাঁপিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

 

যথেষ্ট ম্যাচ সময় না পাওয়ায় নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কায় এন্দরিক। সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও শুরুর দিকে জায়গা হয়নি তার। পরবর্তীতে নেইমার জুনিয়র ইনজুরিতে পড়লে ব্যাকআপ হিসেবে ডাক পান তিনি।

 

এন্দরিকের তাই ভয় হচ্ছে, স্বপ্নের বিশ্বকাপে খেলতে না পারার। কিংবদন্তি রোমারিওকে দেয়া সাক্ষাৎকারে এন্দরিক বলেন, ‘সত্যি বলতে, আমার মাথার মধ্যে যা যাচ্ছে তাতে শঙ্কিত যে আমি ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাব না। আমি উদ্বিগ্ন... কারণ বিশ্বকাপে খেলা আমার জন্য স্বপ্ন। এটা বলাও কঠিন যে আমি বিশ্বকাপে থাকতে চাই এবং ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জিততে সাহায্য করতে চাই।’

 

আরও পড়ুন: বন্যার্তদের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভিন্নধর্মী উদ্যোগ

 

গত ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে থাকলেও এন্দরিককে মাঠে নামাননি কোচ দরিভাল জুনিয়র। বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে সুযোগ পান কি না, সেটাই এখন দেখার পালা।

]]>
সম্পূর্ণ পড়ুন