আজ (১৫ জুলাই) নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের মধ্যে ৭টি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।
২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
এর আগে গত মাসে ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। বাকি পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের উত্তরণে জয়সুরিয়ার পরামর্শ
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দলের সবাই একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে। টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
]]>