রোমারিও, রোনালদোর মতো কিংবদন্তিরা বিশ্বাস করেন, আগামী বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেন একমাত্র নেইমারই। অথচ সেই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারই আছে শঙ্কায়। একের পর এক ইনজুরি তাকে থিতুই হতে দিচ্ছে না। ২০২৩ এর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে এসিএলের চোটে মাঠের বাইরে চলে যাওয়ার পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। সেই ইনজুরি কাটিয়ে ক্লাবে ফিরলেও ফের ইনজুরিতে পড়েন। শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল হিলাল তার সঙ্গে চুক্তি বাতিল করেছে। নেইমার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে জাদু দেখাতে শুরু করেছিলেন। যার প্রেক্ষিতে ১৬ মাস পর ডাক পেয়েছিলেন জাতীয় দলেও।
কিন্তু ইনজুরির কারণে কলম্বিয়া এবং আর্জেন্টনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দল থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছে তাকে। তাই জাতীয় দলের জার্সিতে কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন আগামী জুন পর্যন্ত পিছিয়ে গেছে। প্রশ্ন জেগেছে, আগামী বছরের বিশ্বকাপ খেলার মতো পর্যাপ্ত ফিট নেইমার থাকতে পারবেন তো?
আরও পড়ুন: হয়লুন্দের উদযাপনে রোনালদো বললেন ‘নো প্রবলেম’
ব্রাজিলএ সবশেষ বিশ্বকাপ এনে দেয়া রোনালদো নাজারিও মনে করেন, নেইমার আগামী বিশ্বকাপে খেলতে পারবেন। তবে সে জন্য তাকে নিজেকে ‘উৎসর্গ’ করে দিতে হবে।
রোনালদো নিজেও ক্যারিয়ারজুড়ে ভয়ঙ্কর ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। ২০০২ বিশ্বকাপে ইনজুরিকে জয় করেই দলে জায়গা পেয়েছিলেন। এরপর বিশ্বকাপে ৮ গোল করে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন। ফলে ইনজুরিকে হারানোর কৌশলটা তার ভালোই জানা থাকার কথা।
আ বোলার চারলা পডকাস্টে রোনালদো বলেছেন, ‘আমি বিশ্বাস করি (নেইমার আগামী বিশ্বকাপ খেলবে)। নেইমার অসাধারণ প্রতিভা, কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করতে হবে। এটা তার ওপরেই নির্ভর করছে।’
আরও পড়ুন: নিজের অবসর পরিকল্পনা জানালেন লুকা মদ্রিচ
নেইমারকে সে জন্য কী করতে হবে তাও বলে দিয়েছেন রোনালদো, ‘এটা (বিশ্বকাপ) উৎসর্গ দেয়ার মতো উপলক্ষ। বিশ্বকাপের এক বছর বাকি আছে। সে যদি সেখানে ভালো অবস্থায় যেতে পারে, আমাদের ভালো সুযোগ থাকবে। কিন্তু সে জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তাকে সঠিক খাবার খেতে হবে, অনুশীলন এবং ঘুমাতে হবে।’
নেইমারের জন্য সবচেয়ে ভালো পরামর্শদাতা রোনালদোই হতে পারেন। ইনজুরি কাটিয়ে কীভাবে বিশ্বজয় করতে হয়, রোনালদোর চেয়ে আলো উদাহরণ আর কে হতে পারে।