কিলিয়ান এমবাপ্পে 'কনফিডেন্ট অ্যান্ড কম্পোজড'। রিয়াল মাদ্রিদে শুরুর মৌসুমে খাপ খাইয়ে নিতে বেগ পেতে হয়েছিলো। কিন্তু, গুছিয়ে ওঠার পর রীতিমতো অপ্রতিরোধ্য তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করছেন। মেসি-রোনালদোকে টপকে ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ৪০০ গোলের রেকর্ড গড়েছেন। ফ্রান্সের হয়ে ৫৫ গোল করা এমবাপ্পে আর মাত্র দু'বার বল জালে জড়ালেই অলিভার জিরুদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার বনে যাবেন। কিন্তু, প্রিয় তারকার সেই রেকর্ড ব্রেক গোলের জন্য অপেক্ষা বাড়ছে ফ্যানদের। চোটের কারণে আজারবাইজানের বিপক্ষে খেলা হচ্ছে না কিলিয়ানের।
ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে লা ব্লুজ। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটা নিয়মরক্ষার হলেও অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করতে চাইবে জায়ান্টরা। সব মিলিয়ে টানা ৬ ম্যাচ আনবিটেন তারা। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ডি'তে স্পষ্ট আধিপত্য। ১৩ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে টেবিল টপাররা।
আরও পড়ুন: জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সবশেষ অ্যাওয়ে ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছিলো ফ্রান্স। এবার বাকুতে হোঁচট খেতে চাইবে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বস্তির খবর, সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে পারফর্ম করে জাতীয় দলে ফিরেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম সেনানী এনগোলো কন্তে। তাকে বাজিয়ে দেখতে চাইবেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে হুগো একিতিকেকে।
এদিকে, 'কে' গ্রুপের টপার ইংল্যান্ডও নির্ভার। গত মাসেই উয়েফার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোয়ালিফায়ারের ৭ ম্যাচের সবক'টিতেই জিতেছে। বাছাইয়ে কোনো গোল হজম না করা ৩ দলের একটি তারা। সব মিলিয়ে টানা দশম ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখার অপেক্ষায় ইংলিশরা। ২০১৪-১৬ সালের মধ্যে টানা ১০ ম্যাচ গোল হজম না করার রেকর্ড গড়েছিলো স্পেন। এই ৯ বছরে আর কোনো ইউরোপীয় দল করতে পারেনি এই কীর্তি। টানা ১০ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড, অপেক্ষায় থাকবে আলবেনিয়াকে হারিয়ে নিজেদের ইতিহাসে টানা ১১ জয়ের নতুন ন্যাশনাল রেকর্ড গড়তে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·