বিশ্বকাপ বাছাইপর্বে অবিশ্বাস্য রেকর্ড ইংল্যান্ডের

১ সপ্তাহে আগে
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে মোট ৮টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, এর মধ্যে কোনোটিতেই হারেনি তারা। হার তো দূরে থাক, ৮ ম্যাচে তাদের জালে একটি গোলও করতে পারেনি কোনো দল। বাছাইপর্বের ম্যাচে সব মিলিয়ে ২২টি গোল করেছে ইংলিশরা। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছে থ্রি লায়ন্সরা।

ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছিল ইংলিশরা। ইংল্যান্ডের কোচ হিসেবে টমাস টুখেলের সেটা ছিল প্রথম ম্যাচ। রোববার (১৬ নভেম্বর) রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করলো ইংল্যান্ড। 

 

বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ৬ ম্যাচ খেলতে হয়েছে- এই বিবেচনায় হিসাবটি করা হয়েছে। 

 

এদিকে আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে পেছনে ফেলেছেন হ্যারি কেইন। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করে পেলের এই রেকর্ড ভাঙেন ইংলিশ স্ট্রাইকার। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের ৯২ ম্যাচে ৭৭টি গোল আছে পেলের নামের পাশে। 

 

আরও পড়ুন: আফ্রিকার বর্ষসেরার তালিকায় সালাহ-হাকিমি-ওসিমেন

 

ইউরোপে ইংল্যান্ডের আগে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ (সব ম্যাচ জয়) সাফল্য পেয়েছে জার্মানি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল তারা। কিন্তু সে পথে ৪৩ গোল করার পাশাপাশি ৩টি গোল হজম করেছিল জার্মানি। 

 

২০১০ বিশ্বকাপের ফাইনালে খেলা স্পেন ও নেদারল্যান্ডস বাছাইপর্বে শতভাগ সাফল্য পেয়েছে। সেবারের বিশ্বকাপ বাছাইয়ে স্পেন ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল। ২৮ গোল করার পথে হজম করেছিল ৫ গোল। নেদারল্যান্ডস ৮ ম্যাচের সবগুলোতেই জিতেছে, ১৭ গোল করার বিপরীতে হজম করেছিল ২ গোল। ১৯৮২ বিশ্বকাপ বাছাই পর্বে পশ্চিম জার্মানি খেলেছিল ৮ ম্যাচ। সবগুলো জিতলেও ৩৩ গোল করার পথে ৩টি গোল হজম করেছিল পশ্চিম জার্মানি। 

 

এবার অবশ্য শুধু ইংল্যান্ড নয়, নরওয়েও বাছাইপর্বে সব ম্যাচ জিতেছে। ৮ ম্যাচে ৮ জয়ের পথে ৩৭ গোলের বিপরীতে ৫ গোল হজম করেছে আর্লিং হল্যান্ডের দল। তবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল না হজমের রেকর্ড গড়ার সুযোগ আছে স্পেনের। 

 

আরও পড়ুন: ৩২ দল পেল বিশ্বকাপের টিকিট, অপেক্ষা আরও ১৬ দলের

 

এবার বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবগুলোই জিতেছে স্পেন। ১৯ গোল করার পথে এখনও পর্যন্ত কোনো গোল হজম করেনি। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তুরস্কের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্পেন। সে ম্যাচে কোনো গোল হজম না করে জিতলেই ইংল্যান্ডকে ছুঁয়ে ফেলবে স্প্যানিশরা। 

 

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড সর্বশেষ ম্যাচ হেরেছে ২০০৯ সালে। সেবার ইউক্রেনের কাছে ১-০ গোলে হেরেছিল থ্রি লায়ন্সরা। এরপর বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত তারা। ১১৫ গোল করার পথে হজম করেছে মাত্র ১০ গোল। 

 

প্রতিযোগিতামূলক ম্যাচে গোল হজম ছাড়াই টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের ইউরোপিয়ান রেকর্ডেও এখন ভাগ বসিয়েছে ইংল্যান্ড। টানা ১০ ম্যাচে কোনো গোল হজম না করেই জয়ের রেকর্ড আছে স্পেনের, সেই রেকর্ড এখন ইংল্যান্ডেরও।

]]>
সম্পূর্ণ পড়ুন