৫১ কোটি রুপি পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়া। সোমবার ফাইনাল শেষে এএনআইকে তিনি বলেন, ‘বিসিসিআই আনন্দিত। আইসিসির তহবিলে হাত না দিয়ে বোর্ড ভারতীয় দলকে ৫১ কোটি টাকা পুরস্কার দিতে চলেছে। এই অর্থ খেলোয়াড়, নির্বাচক এবং অমল মজুমদারের নেতৃত্বে থাকা সাপোর্ট স্টাফদের কাছে যাবে।’
চ্যাম্পিয়ন হিসেবে আইসিসির কাছ থেকেও ভারত বড় অঙ্কের অর্থ পাচ্ছে। অঙ্কটা ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫০ কোটি টাকার বেশি। যা ২০২৩ সালের পুরুষ বিশ্বকাপের ও ২০২২ সালের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নদের প্রাপ্ত অর্থের তুলনায় অনেকগুণ বেশি। ২০২৩ সালে পুরুষ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। ২০২২ সালের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৪.৫২ কোটি টাকা।
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মত শিরোপা ছিনিয়ে আনলো ভারতের মেয়েরা
রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা), যা তিন বছর আগে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলার (৬ কোটি ৬০ লাখ টাকা) থেকে ২৭৩ শতাংশ বেশি। দুই সেমিফাইনালে হারা দলের প্রত্যেকেই পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা), ২০২২ সালের যা ছিল ৩ লাখ ডলার (৩ কোটি ৩০ লাখ টাকা)।
আইসিসি এবারের বিশ্বকাপের প্রাইজমানিই অন্য যেকোনো আসরের তুলনায় বেশি রেখেছিল। আট দলের এই আসরে চারগুণ বাড়িয়ে মোট প্রাইজমানি ধরা হয় ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (১৫২ কোটি ৬৮ লাখ টাকা), যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগের আসরের ৩.৫ মিলিয়ন ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি। এই প্রাইজমানির পরিমাণ দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিকেও ছাড়িয়ে গেছে, যা ছিল ১০ মিলিয়ন ডলার (১১০ কোটি টাকা)।

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·