বিশ্বকাপ জার্সিতে খেলার পর যা বললেন আর্জেন্টাইন মহাতারকা

১ দিন আগে
২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ফিট থাকলে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বিশ্বকাপের জন্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যে জার্সি তৈরি করেছে, সেই জার্সি পরে ইতোমধ্যে মাঠে নেমেছিলেন মেসি। নতুন জার্সিতে খেলার পর মেসি নিজেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্বকাপের নতুন জার্সি পরে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এ বছর এটিই ছিল আলবিসেলেস্তেদের শেষ ম্যাচ। লুয়ান্ডায় সেই ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। 

 

নতুন জার্সিতে খেলতে নেমে প্রথম গোলে সহায়তা করেছেন মেসি। তার অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন লাউতারো মার্টিনেজ। এরপর ৮২ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন লিওনেল মেসি। তার চার মিনিট পরই উঠে যান এই মহাতারকা। 

 

আরও পড়ুন: রাতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

 

এ ম্যাচে নতুন জার্সিতে খেলার পর মেসি বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করে যেতে পেরে আমি গর্বিত। আমার দেশের জন্য নীল ও সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা গর্বের ব্যাপার।’ 

 

আরেকটা বিশ্বকাপে খেলা নিয়ে অনেকবারই মন্তব্য করেছেন মেসি। তবে কোথাও ঠিক স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপে খেলতে আগ্রহী, আবার একই সঙ্গে সাবধানীও এলএমটেন। মেসি বলছেন, ‘আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’ 

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে নিয়ে বাংলাদেশ ম্যাচের দল ঘোষণা ভারতের

 

১৯২ ম্যাচে ১১২টি গোল। জাতীয় দলের হয়ে ২০২২ সালে জিতেছেন বিশ্বকাপের ট্রফি। কোপা আমেরিকা, ফিনালিসিমা- কি নেই মেসির ঝুলিতে! মেসি বলছেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।’ 

 

মেসি এ-ও বললেন, ‘কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’

]]>
সম্পূর্ণ পড়ুন