বুলবুল জানিয়েছেন, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: তামিমকে দালাল বলা সেই পরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে
এদিকে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।
বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব আইসিসি বাতিল করলে কী করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে তার বিশ্বাস শ্রীলঙ্কাতেই এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ ইস্যু সমাধান করতে বিসিসিআই কর্তাদের সঙ্গে সাক্ষাতে বসছেন আইসিসি প্রধান
এদিকে, বিসিসিআইয়ের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফিরিয়ে নেয়ার একটি গুঞ্জন কয়েকদিন আগেই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই গুঞ্জনকে এবার উড়িয়ে দিলেন বিসিবি বস। তিনি জানিয়েছেন, এটা সম্পূর্ণ ভুয়া সংবাদ।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·