যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে 'ফিফা পাস' (FIFA Prioritised Appointment Scheduling System) চালুর ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, '২০২৬ বিশ্বকাপকে অভূতপূর্ব সফল করতে আমার প্রশাসনকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে নির্দেশ দিয়েছি।'
এই পাসের মাধ্যমে ফিফার মাধ্যমে কেনা বিশ্বকাপের টিকিটধারীরা দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্টের সুবিধা পাবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যেতে ইচ্ছুকদের 'যত দ্রুত সম্ভব' ভিসার জন্য আবেদন করতে তিনি 'জোরালোভাবে উৎসাহিত' করছেন।
আরও পড়ুন: জয়-পরাজয়ে কে এগিয়ে?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভিসার বাড়তি চাহিদা সামাল দিতে বিশ্বজুড়ে ৪০০ কনস্যুলার কর্মকর্তা যুক্ত করা হয়েছে।
তার মতে, বিশ্বের প্রায় ৮০% অঞ্চলে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীরা ৬০ দিনের মধ্যেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন।
নতুন ব্যবস্থায় ফিফার মাধ্যমে টিকিট কিনেছেন এমন ভক্তরা একটি 'ফিফা পোর্টাল'– এর মাধ্যমে ভিসা আবেদন ও অগ্রাধিকারভিত্তিতে সাক্ষাৎকার পাওয়ার সুযোগ পাবেন বলে জানান রুবিও।
তিনি বলেন, 'আমরা সবার মতোই একই নিরাপত্তা যাচাই করব। একমাত্র পার্থক্য হলো—তাদের আমরা সারির সামনে আনছি।'

১ সপ্তাহে আগে
৬






Bengali (BD) ·
English (US) ·