শনিবার (২২ মার্চ) সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি র্যালি বের হয়ে গার্লস স্কুল ব্রিজে গিয়ে শেষ হয়। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমেদ আনুষ্ঠানিকভাবে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে রূপান্তর।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অর্পণ বসু, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ইমরান হোসেনসহ আরও অনেকে।
আরও পড়ুন: সাতক্ষীরায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণ লুট
সচেতনতার আহ্বান জানিয়ে ইউএনও শোয়াইব আহমেদ বলেন, ‘নিজস্ব ময়লা যদি নির্দিষ্ট স্থানে না ফেলি, তাহলে তা পরিবেশ ও পানি দূষণের কারণ হয়। পৌরসভা কমিটির পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে চারপাশ পরিষ্কার রাখা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি ছোট দেশ হলেও জনসংখ্যা বেশি, যার প্রভাব পরিবেশের ওপর পড়ছে। নদী-নালা-জলাশয় বাঁচাতে আমাদের সচেতন হতে হবে। গত বছর লাবসা ও বেতনায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। সবাই মিলে সচেতন হলে আমাদের দেশটিও সবুজ ও পরিচ্ছন্ন থাকবে।’
]]>