বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে চবিতে মানববন্ধন

১৫ ঘন্টা আগে
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২টায় মানববন্ধনের আয়োজন করেছে সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।

কর্মসূচি থেকে থ্যালাসেমিয়া আক্রান্তদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবন্ধী কোটায়’ ভর্তির সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়।


বিআরএফ ইয়ুথ ক্লাবের দপ্তর সম্পাদক মো. জিহাদ আলী বলেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ এ রোগের বাহক এবং এক লাখ মানুষ আক্রান্ত। দুটি বাহকের মধ্যে বিবাহের মাধ্যমে থ্যালাসেমিয়া মেজর শিশুর জন্ম হয়। তাই ছাত্রজীবনেই হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস টেস্টের মাধ্যমে বাহক চিহ্নিত করা জরুরি। রোগীরা মাসে একাধিকবার রক্ত গ্রহণ করে, যার প্রভাব পড়ে তাদের স্বাভাবিক জীবন ও পড়াশোনায়। তাদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি ও শিক্ষা ক্ষেত্রে কোটার সুযোগ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।’

আরও পড়ুন: চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিলস-এলইবি ছায়া জাতীয় আইনসভা’

সংগঠনের সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ‘থ্যালাসেমিয়া আক্রান্তদের সেবা ও এ রোগ প্রতিরোধে আমরা সরকারের কাছে পাঁচ দফা দাবী পেশ করছি। আমরা আশা করি, আগামী বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আগেই আমাদের দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

দাবিগুলো হলো:

১. সরকারি খরচে শিক্ষার্থীদের জন্য থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের টেস্ট চালু করতে হবে।
২. মাধ্যমিক শিক্ষার পাঠ্যপুস্তকে থ্যালাসেমিয়া সংক্রান্ত আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে।
৩. প্রতিটি জেলায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে হবে।
৪. থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং গবেষণার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ দিতে হবে।
৫. থ্যালাসেমিয়া আক্রান্তদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দিয়ে সংশ্লিষ্ট কোটা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

বিআরএফ ইয়ুথ ক্লাব দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া সচেতনতা এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন