বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে ভ্যাক্সিন দিলো বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

৩ দিন আগে
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানে ক্যাম্পেইন চালিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়ে এই কার্যক্রম পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন স্থানে চলে; যার মূল পর্ব অনুষ্ঠিত হয় হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায়।

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। এবারের প্রতিপাদ্য হলো 'Act Now: You, Me, Community' বা 'জলাতঙ্ক নির্মূলে কাজ, কাজ করি সবাই মিলে।'


বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতার জন্য আজকের আয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।


ক্যাম্পেইনে দিনভর রাজধানী ঢাকার কয়েকটি অঞ্চলে ১৫০০টিরও অধিক কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে।


জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। পথকুকুর-বিড়াল ইত্যাদির মাধ্যমে আমাদের দেশে জলাতঙ্ক রোগ ছড়ানোর হার বেশি।
কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদুড়, বেজি কামড়-আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। সাধারণত বেওয়ারিশ কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, ছাগল ও ভেড়া। কিন্তু এর প্রতিরোধ সম্ভব, নিয়মিত টিকাদানের মাধ্যমে।


আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন, সংগঠনের আহবায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পী খান, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম, সিতু, সিমান্ত, তাসিব, শুভব্রত, হাসান এবং লোবা।

 

আরও পড়ুন: বাড়ছে জলাতঙ্ক রোগ, চলতি বছর ৩৮ জনের মৃত্যু


আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্র নেতা মশিউর রহমান মহান, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, মির্জা সম্রাট।


আমরা বিএনপি পরিবার থেকে উপস্থিত ছিল মাসুদ রানা লিটন, ফারহান আলী সজীব, শাকিল আহম্মেদ, শাহিনুর ইসলাম রনিসহ দেশসেরা বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকগণ।


ক্যাম্পেইন চলাকালীন অনেকেই নিজ বাড়ির পোষ্য কুকুর-বিড়ালকেও নিয়ে এসেছিলেন ভ্যাকসিন প্রদানের উদ্দেশ্যে। সমাজ ও প্রকৃতির কল্যাণে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর এমন উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন