বিলের পানিতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে টঙ্গীতে ২ শিশুর মৃত্যু

৩ দিন আগে
গাজীপুরের টঙ্গীতে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পিছনের বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু রায়হান (১২) ও এরশাদনগর ৮ নং ব্লকের তোফায়েলের ছেলে ওসমান গনি।

 

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে গোদারাঘাট নতুন মসজিদের পিছনের বিলে ফুটবল খেলতে যায় ৮ থেকে ১০ জন শিশু। ফুটবল খেলার এক পর্যায়ে পানিতে বল পরে গেলে পানি থেকে বল আনতে গিয়ে আবু রায়হান ডুবে যায়। এসময় তাকে বিল থেকে উঠাতে গিয়ে ওসমান গনিও পানিতে ডুবে যায়।

 

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

 

পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

এদিকে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন: গাজীপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালের কার্যক্রম বন্ধ করে জরিমানা

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন