ম্যাচটি শুরু হবে শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পুরোনো ডেরায় ফিরছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা বিরতির পর ক্যাম্প ন্যুতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।
সবশেষ ২০২৩ সালের মে মাসে মায়ার্কোর বিপক্ষে ন্যু ক্যাম্পে খেলেছে বার্সা। সে ম্যাচ বড় ব্যবধানে জয় পেয়েছিল কাতালুনিয়ারা। এরপর সংস্কার কাজ শুরু হলে তাদের হোম ম্যাচগুলো খেলতে হয় মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়াম ও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। অবশেষে ক্যাম্প ন্যুতে ফেরাটা বার্সেলোনার জন্য স্বস্তির।
আরও পড়ুন: লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়
লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের অবস্থানে বার্সেলোনা। শীর্ষস্থান দখলের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই গুরুত্ব দিচ্ছে বার্সা। তবে নতুন করে ক্যাম্প ন্যুতে ফেরার ম্যাচটা হ্যান্সি ফ্লিকের জন্য বিশেষ। কারণ ঘরের মাঠে প্রথমবারের মতো ডাগআউটে দেখা যাবে ফ্লিককে।
এদিকে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে গার্সিয়া ও রাফিনিয়ার। গত কয়েক মাস এই দুই ফুটবলারের অনুপস্থিতি ভুগিয়েছে দলকে। রাফিনিয়ার অনুপস্থিতিতে আক্রমনভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে ফ্লিককে। তার বদলি হিসেবে রাশফোর্ডকে আনা হলেও, স্বাভাবিক ছন্দ হারায় দল। তবে এই ব্রাজিলিয়ান উইঙ্গার দলে যুক্ত হলে, অনেকটা নির্ভার থাকবেন কোচ। প্রতিপক্ষকে চাপে রাখতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাফিনিয়াকে। এছাড়া ইনজুরির কারনে পরিকল্পনায় নেই গাভি ও পেদ্রি।
আরও পড়ুন: রোজারিওতে যোগ দিয়ে ৩৮ বছর পর লিগ জেতালেন ডি মারিয়া
শেষ ১০ ম্যাচে ক্লিন শিট রাখতে পারেনি বার্সেলোনা। তাই বিগতে বেশ কয়েকটি ম্যাচে রক্ষণে জোর দিচ্ছেন হ্যান্সি। ইনিগো মার্টিনেজের অভাবও টের পাচ্ছে বার্সেলোনা। এছাড়া দলে জরুরি ডাক পেয়েছিলেন শেজনি। তবে পোলিশ এই গোলরক্ষক তেমন আলো ছড়াতে পারেননি।
যদিও পরিসংখ্যানে এগিয়ে কাতালানরা। এখন পর্যন্ত দুদলের ৪৬ দেখায় ২৯ জয় বার্সেলোনার, বিপরীতে মাত্র ৮ জয় অ্যাথলেটিক ক্লাবের।
]]>

১ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·