লম্বা একটা সময় ধরে বল হাতে বাঘা বাঘা সব ব্যাটারদের মনে কাঁপন ধরিয়েছেন শোয়েব আখতার। তবে তিনি নিজেও মানেন যে, বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একজন খেলোয়াড়।
শোয়েব আখতার বলেন, ‘আমি সত্যিই চাই বিরাট কোহলি, রোহিত শর্মা আর বাবর আজম ২০২৭ বিশ্বকাপে খেলুক। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কোহলি। রোহিত শক্তিশালী এক চরিত্র। সে একাই গেইম চেইঞ্জ করে দিতে পারে। বাবর আমাদের জন্য সম্পদ। তাদের তিনজনকেই ২৭ বিশ্বকাপে দেখতে চাই।’
আরও পড়ুন: শোয়েব আখতারের দৃষ্টিতে সর্বকালের সেরা ক্রিকেটার যারা
পাকিস্তানের এই কিংবদন্তি পেসারের মতে, ফাস্ট বোলারদের প্রতিটা উপভোগ করা উচিত। পেস বোলারদের লম্বা চুল থাকবে, চওড়া কাঁধ থাকবে, গোঁফ, লম্বা রানআপ— পেসারদের তো এমনই হওয়ার কথা।
শোয়েব আখতার বলেন, ‘ফাস্ট বোলারদের বলবো প্রতিটা মুহূর্ত উপভোগ করো। লম্বা চুল, চওড়া কাঁধ, গোঁফ, লম্বা রানআপ— তারা তো এমনই হবে। রান আপের প্রতিটা স্টেপ উপভোগ করতে হবে। প্রতিটা ডেলিভারি একটা ইভেন্ট। দর্শকদের উপভোগের উপলক্ষ এনে দাও। লক্ষ্য হওয়া উচিৎ উইকেট নেয়া, কাউকে আঘাত করা নয়। ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শচীনকে আমি হেলমেটে, পাঁজরে আঘাত করেছিলাম। কিন্তু আমি পরে খারাপ বোধ করেছি।’
আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা
একটা সময় বল হাতে ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিতে শোয়েব আখতার। ৪৬ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন এই পেসার। ১৬৩ ওয়ানডে ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ২৪৭টি। আর ১৫ টি-টোয়েন্টি ম্যাচে শোয়েব আখতারের ঝুলিতে গেছে ১৯ উইকেট।
]]>
১৯ ঘন্টা আগে
১






Bengali (BD) ·
English (US) ·