চীনে বাংলাদেশ অ-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা

১১ ঘন্টা আগে
চীন–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চীন–বাংলাদেশ ক্রিকেট ফ্রেন্ডশিপ ট্যুরে এই মুহূর্তে চীনে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এরই অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) চাইনিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক নৈশভোজ সংবর্ধনায় অংশ নিয়েছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ দল।

এই অনুষ্ঠানে বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ দলের সদস্যদের পাশাপাশি চীনের নারী অনূর্ধ্ব–১৯ দল ও চীনা নারী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। নৈশভোজের পর উভয় দেশের দলগুলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে, যেখানে বন্ধুত্ব ও পারস্পরিক সংস্কৃতির আদান–প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়।


বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফরে গেছে। দুই দেশের মধ্যে ক্রিকেটিয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে এই সিরিজ খেলা হবে।


১৪ সদস্যের স্কোয়াড এবং চার স্ট্যান্ডবাই নিয়ে চীনে সফরের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। গতকালই এই দল চীনে পৌঁছার পর উক্ত অনুষ্ঠানে অংশ নেয়।

 

আরও পড়ুন: ২৬ মার্চ মাঠে গড়াবে আইপিএল, ফাইনাল ৩১ মে


এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হাংজুতে।


আগামী ২২ ডিসেম্বর চীন থেকে উড়াল দেবে বাংলাদেশের মেয়েরা।


বাংলাদেশের স্কোয়াড:  সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী। স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন। 

]]>
সম্পূর্ণ পড়ুন