বিরল উপচ্ছায়া গ্রহণের পরই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জেনে নিন সঠিক সময়

৩ সপ্তাহ আগে
আকাশে দেখা গেছে রোববারের পূর্ণিমার চাঁদ। কয়েক ঘণ্টা পরই উপচ্ছায়া গ্রহণ স্পর্শ করবে পূর্ণিমার চাঁদকে। এরপরই শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

জ্যোর্তিবিদরা বলছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে চাঁদে লাগবে উপচ্ছায়া গ্রহণের ছায়া। উপচ্ছায়া গ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ সরলরেখায় থাকে না। এ সময় চাঁদে পৃথিবীর ছায়া সরাসরি পড়ে না, তির্যকভাবে পড়ে।

 

উপচ্ছায়া গ্রহণের ইংরেজি প্রতিশব্দ পেনাম্ব্রাল গ্রহণ। উপচ্ছায়া গ্রহণ খালি চোখে দেখা কঠিন। কারণ পৃথিবীর ছায়ার বাইরের অংশ চাঁদের ওপর খুব সূক্ষ্ম একটি ম্লান ভাব তৈরি করে।

 

 সংগৃহীত

 

পূর্ণ ও আংশিক গ্রহণ থেকে উপচ্ছায়া গ্রহণ সম্পূর্ণ আলাদা। কারণ এই গ্রহণ সরাসরি পৃথিবীর মূল ছায়ার মধ্যে হয় না।

 

আসুন এক নজরে জেনে নিই, চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায় সম্পর্কে-

 

১। ভাদ্রী পূর্ণিমা শুরু-শনিবার (৬সেপ্টেম্বর) ১টা ৩৬ মিনিট।

 

২। ভাদ্রী পূর্ণিমা শেষ- রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৬ মিনিট।

 

৩। রোববার আকাশে চাঁদ স্পষ্ট দৃশ্যমান-৬টা ৬ মিনিট।

 

আরও পড়ুন: রাতেই শুরু হচ্ছে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুরক্ষায় করণীয় কী?

 

৪। উপচ্ছায়া গ্রহণ আরম্ভ- ৮টা ৫৭ মিনিট

 

৫। চন্দ্রগ্রহণ আরম্ভ- ৯টা ২৭ মিনিট।

 

৬। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ- ১১টা ৩০ মিনিট

 

আরও পড়ুন: আজ রক্তিম চাঁদের সঙ্গে দেখা যাবে উজ্জ্বল ২ গ্রহ! 

 

৭। ব্লাড মুন- চাঁদ সবচেয়ে বেশি রক্তিম লাল বা তামাটে হয়ে উঠেবে ১২টা ১১মিনিটে।

 

৮। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ- ১২টা ৫২মিনিট

 

৯। উপচ্ছায়া গ্রহণ শেষ- ২টা ৫৭ মিনিট 

]]>
সম্পূর্ণ পড়ুন