উদ্ভূত পরিস্থিতিতে পরিবর্তন আনতে হয়েছে বিপিএলের সূচিতে। অবশেষে আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে ৪ জানুয়ারি। বাকি সূচি আছে আগের মতোই।
সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। তারকা সমৃদ্ধ ঢাকা আছে দারুণ ছন্দে। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে এক রকম উড়িয়ে দিয়েছে ক্যাপিটালস।
ঢাকার বড় শক্তি ডিরেক্ট সাইনিং তাসকিন আহমেদ যোগ দিয়েছেন ক্যাপিটালস ডেরায়। শক্তি বেড়েছে বোলিং অ্যাটাকে। প্রথম ম্যাচে সালমান মির্জা ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এছাড়া পাকিস্তানী ইমাদ ওয়াসিম হন ম্যাচ সেরা। বোলিংয়ে সিলেট টাইটান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঢাকা।
আরও পড়ুন: বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ
ব্যাট হাতে ছন্দে আছেন তরুণ আব্দুল্লাহ আল মামুন। অলরাউন্ডার বেশি থাকায় ব্যাটিং লাইনটাও বেশ লম্বা ঢাকার। ওপেনিংয়ে সাইফ হাসান ও উসমান খান। কিছুটা ছন্দহীন সাইফ। তার জন্য চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার।
মামুনের পর মোহাম্মদ মিথুন, নাসির, সাব্বির, শামীম পাটোয়ারীরা দক্ষতা রাখেন ইনিংস ফিনিশিংয়ের। সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিন, ইমাদ ওয়াসিমের ব্যাট থেকেও সুযোগ আছে রান পাওয়ার। স্বাগতিক সমর্থকদের বিপক্ষে খেলতে হলেও শক্তিমত্তায় মিরাজের দল থেকে বেশ এগিয়ে ঢাকা ক্যাপিটালস।
সিলেট টাইটান্স অবশ্য ঘরের মাঠে হারতে চাইবে না। ম্যাচের আগের দিন ২ ঘণ্টা অনুশীলন করেছে মিরাজরা। এ দলটাতে টি-টোয়েন্টি বেশ কিছু তারকা। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুব টাইটান্স শিবিরে। নিজের দিনে যেকোনো দলকে ধসিয়ে দিতে পারেন একা হাতে।
এছাড়া শক্তি বাড়াতে এরই মধ্যে দলে যোগ দেওয়ার কথা আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের। তবে ভ্রমণ ক্লান্তি নিয়ে কতটা পারফর্ম করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: বিপিএলের নতুন সূচি প্রকাশ করলো বিসিবি
এছাড়া পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, লোকাল জাকির হাসানরা আছেন ছন্দে। তাই ঘরে মাঠে তারাও প্রস্তুত ঢাকা ক্যাপিটালসকে চ্যালেঞ্জ জানাতে। তাই ম্যাচটা হাড্ডাহা্ড্ডি হবে বলাই যায়।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
]]>
২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·