বিয়ের কথা বলে ‘সম্পর্ক’ স্থাপন, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

৩ সপ্তাহ আগে
বিয়ের কথা বলে এক তরুণীর সঙ্গে `সম্পর্ক' স্থাপন এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করায় সাময়িক বরখাস্ত হয়েছেন হবিগঞ্জ সদর থানার এসআই সুজন শ্যাম। গত ১৫ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগকারী তরুণী জানিয়েছেন, এসআই সুজন শ্যাম তাকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এরপর তাদের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ গড়ে ওঠে। তবে বিয়ের বিষয়ে চাপ দেয়া হলে এসআই সুজন তাতে অস্বীকৃতি জানান। পরে ওই তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

তবে এসআই সুজনের দাবি কোনো তরুণীর অভিযোগে নয়, অন্য কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে।

 

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আরও পড়ুন: মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন