মাত্র কয়েক মাস পর শুরু হচ্ছে আমিরাত প্রবাসীদের ছুটির মৌসুম। রমজানের আগে থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সময়টা দেশে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে দেখেন তারা। কিন্তু প্রতি বছরের মতো এবারও কি বাড়বে টিকিটের দাম? এ নিয়ে দুশ্চিন্তায় সাধারণ প্রবাসীরা।
আমিরাতের ‘গ্রীন সিটি’ আল আইন। শহরটিতে রয়েছে অসংখ্য বাংলাদেশি ট্রাভেল এজেন্সি। বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় তাদের ভরসা শুধু টিকিট বিক্রি। শীতকাল, রমজান, ঈদ এই মৌসুমে ভালো ব্যবসার আশায় থাকেন তারা। কিন্তু দেশীয় এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম বেড়ে যাওয়ায় কমে গেছে চাহিদা।
নেক্সট ট্যুর টাইপিং অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আবু হায়দার মোহাম্মদ মাহের বলেন, বাংলাদেশ বিমানে কেন এত বেশি, আমাদের রিকোয়েস্ট থাকবে যতটুকু সম্ভব কমানোর জন্য।
আরও পড়ুন: লটারিতে ৪১ লাখ টাকার স্বর্ণ জিতলেন আমিরাত প্রবাসী বাংলাদেশি
হ্যালো দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান বলেন, অন্তত দুই মাস আগে বিশেষ করে ঈদ কেন্দ্রিক টিকিটগুলো প্রবাসীরা যেন দুই মাস আগেই করে রাখেন। কারণ যখন কাছাকাছি সময় যাবে তখন টিকিটের দাম নিঃসন্দেহে বেড়ে যাবে।
ট্রাভেল ব্যবসায়ীরা জানান, বেশি মুনাফার আশায় তারা এই ব্যবসায় নামলেও এখন আয় কমে গেছে। কারণ একদিকে ভিসা জটিলতা, অন্যদিকে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ছুটির সময়েও অনেক প্রবাসী টিকিটের দাম বেশি হওয়ায় দেশে যেতে পারেন না। ভিসা সমস্যার সমাধান না হলে ট্রাভেল, ট্যুরিজম এবং টাইপিং ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তারা।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·