বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

১ দিন আগে
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিস্ফোরণের পর সন্দেহভাজন এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন


তিনি জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে দ্রুত দায়ীদের ধরতে কাজ চলছে। ঘটনার পর থেকে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন