মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্যানুযায়ী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা নিচ্ছেন ৩৩ জন, আর মারা গেছেন ১৮ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন, মারা গেছেন ১৪ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ইউনাইটেড হাসপাতালে ১ জন করে মারা গেছেন। অন্যদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জনের চিকিৎসা চলছে।
গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই শিশু।
আরও পড়ুন: বিমান বিধ্বস্ত: যে কারণে কমেছে মৃতের সংখ্যা
]]>