বিমান বিধ্বস্তে ডিএনসিসির জরুরি প্রস্তুতি, ছুটি বাতিল

৩ সপ্তাহ আগে
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ডিএনসিসি প্রস্তুত রয়েছে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ ও অন্যান্য কার্যক্রমে দ্রুত সহযোগিতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-১ (উত্তরা) এর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।


প্রশাসক আরও জানিয়েছেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সকল বিভাগ এ সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছে।


আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনায় বড় বাধা রাজনৈতিক দুর্বৃত্তায়ন: ডিএনসিসি প্রশাসক


এর আগে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।


শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সকলকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন