বিমান ছিনতাই করতে গিয়ে নিহত স্বামী প্রসঙ্গে যা বললেন সিমলা

৩ সপ্তাহ আগে
প্রেমের কারণে জীবন দিয়ে সিনেমার গল্পকেও হার মানিয়েছিলেন ঢালিউড চিত্রনায়িকা শামসুন নাহার সিমলার স্বামী পলাশ আহমেদ। সম্প্রতি মৃত সে স্বামী প্রসঙ্গে মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেত্রী।

প্রবাসফেরত যুবক পলাশ আহমেদকে ২০১৮ সালের ৩ মার্চ বিয়ে করেন সিমলা। কিন্তু বিয়ের ৮ মাসের মাথায় পলাশকে ডিভোর্স দেন তিনি। কারণ হিসেবে জানা যায়, আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরেরই ৬ নভেম্বর পলাশকে ডিভোর্স দেন অভিনেত্রী।

 

ডিভোর্সের পর ‘হতাশা’ থেকে বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ বিমান ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এমন খবর ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এতে নিহত হন পলাশ।

 

নিহত স্বামী পলাশ সম্পর্কে সিমলা বলেন, ‘পৃথিবীতে ভালোবাসার জন্য এই ধরণের কোনো ঘটনা ঘটেছে কিনা বলতে পারি না, তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ এটা আমার জন্য কষ্টের।’

 

আরও পড়ুন: রাশিদ পলাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন সিমলা

 

আক্ষেপ করে সিমলা আরও বলেন,  ‘আমি চাই না কখনও আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনও এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট।’

 

আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

 

বিমান ছিনতাইয়ের এমন ঘটনা এবং একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে সম্প্রতি নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করেন ‘ময়ূরাক্ষী’ সিনেমা। এ সিনেমায় নিজের ব্যক্তিগত ঘটনার সাদৃশ্য থাকায়  নির্মাতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। 

 

উল্লেখ্য, সিমলা গীতিকার-সুরকার মিল্টন খন্দকারের মাধ্যমে ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। এই চলচ্চিত্রে সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন