বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংরিলা হোটলে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক শুরু হয়।
বৈঠকে বিমসটেক সদস্যরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। যা বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধিতে সহায়তা করবে। যেখানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে প্রথমবারের মতো বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন। গত বুধবার বিমসটেক সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভা অনুষ্ঠিত হয়।
সভায়, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, জলবায়ু, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যাবস্থা নিয়ে আলোচনা হয়।
]]>