মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মুনিরা বাসভবনে হয় এই মতবিনিময় সভা।
সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, ‘দীর্ঘ সতেরো বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপিড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুই হাজার গুম হয়েছে। হাজার হাজর মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা।’
আরও পড়ুন: বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর বিষয়ে যা বললেন সেক্রেটারি জেনারেল
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের ৩১ দফার বাইরে এই দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যস্ত রয়েছে। তাই সতর্ক থাকত হবে।’
তিনি আরও বলেন, জেলা বিএনপির ১৫টি ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেয়া হবে। নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সভাপতির বক্তব্যের শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম জেলার ১৫ টি ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে এখানে এসেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ভাই ভিন্ন ভিন্ন ভাবে আপনাদের সঙ্গে কথা বলবে, আপনাদের মতামত জানবে। জাতীয় নির্বাচন সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই। সাংগঠনিক বিরোধী কোনো কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না।
আরও পড়ুন: নির্দেশ অমান্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদকের মোটরসাইকেল শোডাউন
এ সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>