মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজস্ব পদ্ধতিতে ২৮ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।
এরপর ২৮ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দু’বেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, আবেদন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত
এছাড়াও আরও জানা যায়, শাবিপ্রবির নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবার প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
]]>