বিবৃতি বাদ দিয়ে অ্যাকশন নিন, সরকারকে সারোয়ার তুষার

৩ সপ্তাহ আগে
সরকার শুধু বিবৃতি দিচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিবৃতি বাদ দিয়ে অ্যাকশন নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ আহ্বায়ক জানান সারোয়ার তুষার।


তিনি বলেন, ‘জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা হচ্ছে। এতে দেশে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে।’


আরও পড়ুন: দুই মাস পর সাংগঠনিক কাজে ফিরলেন এনসিপির সারোয়ার


সারোয়ার তুষার আরও বলেন, ‘বিএনপিকেও এখন প্রমাণ করতে হবে, তারা জাতীয় পার্টিকে চায় কি না। কারণ, গত ১৫ বছর নির্যাতনের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দিয়েছে।’


এনসিপির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘জাতীয় পার্টির নেতাদের প্রত্যেকেই দুর্নীতিবাজ। সরকারের উচিত তাদের সম্পদ ক্রোক করে বিচারের আওতায় আনা। আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’


আরও পড়ুন: নীলা ইস্রাফিলের ‘স্বামীর নাম’ বিতর্কে মুখ খুললেন সারোয়ার তুষার


গত ১৫ বছরে শেখ হাসিনা ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছেন দাবে করে তিনি বলেন, ‘এই অর্থ দেশের প্রতিটি গ্রামে ভাগ করে দিলে প্রতিটি গ্রাম ১০০ কোটি টাকা করে পেত।


এ সময় শ্রমিকদের সামনে দাঁড়িয়ে সারোয়ার তুষার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন