বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

২ দিন আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তব্য যেভাবে সম্পাদনা হয়েছে সে বিষয়ে তিনি আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাদের (বিবিসি) বিরুদ্ধে সম্ভবত আগামী সপ্তাহের কোনো একটি সময়ে আমরা এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি মামলা করবো।’

 

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তৃতার সম্পাদনা ‘ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন’। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

 

এই বিতর্কের মধ্যেই গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমাকে এটা করতেই হবে, তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।’

 

আরও পড়ুন: সেই তথ্যচিত্রের জন্য ট্রাম্পের কাছে বিবিসির দুঃখপ্রকাশ

 

ট্রাম্প জানান, এখনো তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে ইস্যুটি তোলেননি, তবে তিনি তাকে এই সপ্তাহেই ফোন দে বেন।

 

এর আগে ট্রাম্পের আইনজীবী হুমকি দিয়ে বলেছিলেন, বিবিসি যদি রিপোর্ট প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয় তাহলে তারা বিবিসির বিরুদ্ধে মামলা করবে।

 

২০২১ সালের ক্যাপিটল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনা-কারসাজির অভিযোগ উঠে। ভিডিওটিতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশে কথা বলতে দেখা যায়। কিন্তু দ্য টেলিগ্রাফের তথ্যমতে, ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিট ব্যবধান থাকলেও ভিডিওতে তা একত্র করে দেখানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন