বিবাহ বার্ষিকীতে আবেগী পোস্ট মিমের

১ সপ্তাহে আগে
দেখতে দেখতে বিয়ের চার বছর পূর্ণ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বার্ষিকীতে তাই একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা।

রোববার (৪ জানুয়ারি) ফেসবুকে ২২টি নতুন ছবি আপলোড করেন মিম। স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা ছবিগুলোতে হাস্যোজ্জ্বল ছিলেন অভিনেত্রী।

 

ছবিতে মিম পরেছিলেন কমলা রংয়ের ফ্লোর টাচ গাউন। আর মিমের স্বামী সনি পরেছিলেন গাঢ় কমলা রংয়ের টিশার্ট। 

 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রবাল দ্বীপপুঞ্জ মালদ্বীপের মনোরম লোকেশনে ছবিগুলো তোলা। সেখানেই বর্তমানে অবকাশ যাপন করছেন এ জুটি।

 

একগুচ্ছ ছবির সঙ্গে সংগীতশিল্পী হাবিব ও ন্যান্সির গাওয়া জনপ্রিয় গান ‘তোমারে দেখিলো’ জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

 

ক্যাপশনে মিম লেখেন,

ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো। শুভ বিবাহ বার্ষিকী আমাদের।

 

এরপর হ্যাশট্যাগ দিয়ে মিম লেখেন,

৪ বছর বিবাহবার্ষিকী।

 

আরও পড়ুন: মদিনা সফরে পূর্ণিমা

 

২০২২ সালে ৪ জানুয়ারি আজকের দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সনাতন ধর্মের রীতিতে দীর্ঘ দিনের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন মিম। সনি পেশায় একজন ব্যাংকার। 

 

আরও পড়ুন: বলিউড সিনেমায় মিষ্টি জান্নাত

 

]]>
সম্পূর্ণ পড়ুন